আকাশে চিলতে
চিলতে মেঘ সদা মাটিতে বৃষ্টির ঘ্রাণ ,
আপাদমস্তক এই
আমি অপেক্ষায় থাকি বৃষ্টির ও একটি চিঠির |
আনন্দ লোকে বাস
করা যেমন সুখের,
ঠিক তেমনি এই
সুখের ভাগিদার করাও মজার ,
মঙ্গল আলোয় সর্বাঙ মাখিয়ে ইচ্ছা করে, আলোর ঝাপটায় কারো মুখে মঙ্গলের আলো ফুটাই |
অনেকটা বিরতির
পর এই লেখায় এসেছে যান্ত্রিকতার ছোয়া ,
যন্ত্রকে সময়
দিতে গিয়ে আমি আমার আবেগ প্রানের ভাষাকে হারিয়ে নিস্য ,
তবু অস্থির হাতের
অন্গুগুলো একটি হাত খুঁজে চলে ,
বৃষ্টিতে ভেজা
আমার স্বাধীনতার অঙ্গ ,
সব কিছুর উপরে আমার স্বাধীনতাকে ভালো লাগে |
স্বাধীন বৃষ্টি
ভেজা মানুষকে বুকের ওম
দিয়ে উষ্ণতা
দিতে পারে কে ?
আমি তারে খুজি
জীবন ভর |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন