শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

বন্ধুতা - 2

দুরুত্ব যত বড়
দিগ্বিজয়ী  সম্রাট হোকনা কেন
উপলধ্বির কাছে সে বিনয়ে
মাথার মুকুট নত করে.
অনুভবের এলবামে
আপনজন সাজাতে সুহ্রিত
কখনো কার্পন্য করে না .অলস দুপুরের অজান্তেই মনের আকাশে 
ভিড় করে তাদের চন্দ্র মুখ .
আমি জানিনা তবুও কল্প তুলিতে
একে চলি একটি মুখশ্রী .

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন